শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন


Ayurveda loknath ayurved

সংক্রামন ব্যাধির সাথে লড়তে গেলে প্রথমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। 
বিশেষজ্ঞরা বলেছেন করোনা ভাইরাসের সংক্রমণ পৃথিবীতে কত দিন থাকবে সঠিক ভাবে বলা যাবে না ।যতদিন পর্যন্ত-এর সঠিক vaccine না বের হচ্ছে , সেই জন্য মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রয়োজন । আয়ুর্বেদের বিশেষজ্ঞ ও গবেষকেরা (ভারত সরকার AYUSH মন্ত্রালয়) কয়েকটি ভেষজ উপাদান ব্যবহার করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কথা বলেছেন ।

সেগুলো হল:-

  • হলুদ -১০০ গ্রাম 
  • গিলোই(গুলঞ্চ)চূর্ণ -১০০ গ্রাম 
  • অশ্বগন্ধা চূর্ণ-১০০ গ্রাম 
  • আদা শুট চূর্ণ- ১০০ গ্রাম 
  • পিপুল চূর্ণ- ২৫ গ্রাম 
  • যষ্ঠি মধু(মুলটি)চূর্ণ- ৫০ গ্রাম 
  • অর্জুন ছাল চূর্ণ- ১০০ গ্রাম 
  • তুলসি চূর্ণ- ৫০ গ্রাম *

এই গুলো একসাথে মিশ্রণ করে ১ চামচ করে সকালে এবং বিকেলে উষ্ণ গরম জল সহ খেতে হবে

* তুলসী চূর্ণ না পেলে তুলসী ড্রপ এক ফোঁটা করে ৫ বার জল সহ ।
  • এছাড়া  চ্যবন প্রাশ ১ চামচ করে ২ বার ।

খাদ্য হিসেবে : - 

  • সহজ পাচ্য খাদ্য
  • বেশি করে সবুজ শাক সবজি 
  • পরিমাণ মতো জল
  • সাধ্যমতো ফল ও ফলের রস 
                এবং 
  • এর সাথে ২ বেলা শরীর চর্চা 
  • ভালো করে ঘুমানো 
  • এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকা 


বর্তমানে রায়গঞ্জের লোকনাথ আয়ুর্বেদ ঔষধালয়ে সকল উপাদান গুলো পর্যাপ্ত রয়েছে, 
এবং সকল উপাদান দিয়ে তৈরি একটি মিশ্রণ পাওয়া যাচ্ছে ।

0 Comments